ঝালকাঠির পশ্চিম রাজাপুর কুয়েতী দান বীর আল-জুম্ম বড় ধরনের আর্থিক সহযোগীতায় মুহাম্মদ খাইরান আল-জুম্মাহ আল-রিজিক জামে মসজিদ এর শুভ উদ্বোধন হয়েছে।
আজ ২১ শে ফ্রেব্রুয়ারী শুক্রবার জুম্মা নামাজ এর মধ্য দিয়ে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
পশ্চিম রাজাপুর এলাকার কুয়েত প্রবাসী মোঃ মাছুম বিল্লাহ এর সহযোগিতা এ নির্মাণ কাজে কুয়েতী দান বীর আল-জুম্ম বড় ধরনের আর্থিক সহযোগী দান করেন।
মসজিদে নামাজ পরা বেশ কয়েকজন মুসল্লী জানায় পুরানো জরাজীর্ণ ছোট মসজিদ নামাজ আদায় করতে মুসুল্লিদের অনেক কষ্ট হতো। ছোট মসজিদ বড় করে পূনরায় নির্মাণ করতে এর আগেও অনেক বার উদ্যোগ নিয়ে নির্মান করা যায়নি। মাছুম বিল্লাহ বিষয় জানতে পেরে কুয়েত দানবীর আল-জুম্মাকে জানালে তিনি পূর্ণ নির্মাণের জন্য অর্থ দান করে। এছাড়াও এ মসজিদ নির্মাণ কাজে স্থানীয় ব্যক্তিরা আর্থ দান ও শ্রম দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করে।
বর্তমানে মসজিদে একসাথে শতাধিক লোজ নামাজ আদায় করতে পারবে। টাইলসে খচিত ইসলামিক টেলিগ্রাফ মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করে তুলেছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

