AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী পালিত


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
১০:২৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে বুধবার (ফেব্রুয়ারি) রাত ৯টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবুজাফর সালাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্যবদলী হওয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল ফজল আব্দুল হাই ডন, সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদ (দপ্তর) এম মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও মানবকণ্ঠের প্রতিনিধি আবুজার রহমান বাবলা, আরপি নিউজের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এমএ রকিব, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ, দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেস জসিম, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমদ, দৈনিক জবাবদিহির শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইলাম শামীম, দৈনিক নতুন দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি অরবিন্দু দেব, দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি মিজানুর রহমান আলম, দৈনিক রুপালী বাংলাদেশের শ্রীমঙ্গল প্রতিনিধি কাওছার আহমদ, সাংবাদিক আল-আমিন, ইমরান হোসেন, দেওয়ান মাসুকুর রহমান সুমন মিয়া।

এছাড়াও বিভিন্ন প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে মন্তব্য করে বক্তারা বলেছেন, ‍‍`সত্যের সন্ধানে নির্ভীক‍‍` স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকে যুগান্তর পত্রিকা পাঠককে দেওয়া প্রতিশ্রুতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। পত্রিকাটি সমাজের নানা অসঙ্গতির চিত্র তোলে ধরায় প্রশাসন গুরুত্ব দিয়ে সে ব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকে। এতে ভুক্তভোগী মানুষজন উপকৃত হচ্ছেন। প্রশাসনের কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনে সহযোগী হিসেবে যুগান্তর কাজ করে যাচ্ছে। বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মারাত্মক ঝুঁকি নিয়ে যুগান্তর কর্তৃপক্ষ ও যুগান্তরের সাংবাদিকরা যে সাহসী ভূমিকা পালন করেছেন, ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে।  বক্তারা আরও বলেন, যুগান্তর মানেই পাঠকের অবিচল আস্থার প্রতীক। ফলে ২৫ বছর ধরে যুগান্তর পাঠকের মনে আলাদা স্থান দখল করে রেখেছে।  

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!