"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ খেলায় সর্বোচ্চ নৈপুণ্য দেখানোর জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কেন্দুয়ার কলি আক্তার। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দুখিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ময়মনসিংহ সার্কিটহাউজ মাঠে এফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের হাত থেকে এসেরা খেলোয়াড়ের পুরষ্কারটি গ্রহণ করেন কলি আক্তার।
টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডি আই জি জহিরুল ইসলাম । খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের কাছে পুরষ্কার তুলে দেন সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
কলি আক্তার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি বিভাগীয় সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেয়েও খুশি হতে পারছি না। কারণ আমরা দল হিসেবে বিভাগে চ্যাম্পিয়ন হতে পারেনি। আগামীতে যাতে আরো ভাল করতে পারি সেই দোয়াই সকলের কাছে প্রার্থনা করেন তিনি।
এব্যাপারে দুখিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজিজুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আমার দল নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। উপজেলার ইউনিয়নের তৃনমুল থেকে জেলার প্রতিনিধিত্ব করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করা, এটাই আমার কাছে সবচেয়ে গর্বের। বিভাগীয় পর্যায়ে রানারআপ হয়েছি। এজন্য সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। পাশা পাশি বিভাগের সেরা খেলোয়াড়ের পুরষ্কার আমার স্কুলের শিক্ষার্থী আনতে পেরেছে। তাই বিভাগে হেরেও আজ আমরা আনন্দিত।
টুর্নামেন্টের (মেয়েদের) বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দুখিয়ারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারী প্রথমিক বিদ্যালয় দলের কাছে ৬-৩ গোলে হেরে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
এসময় বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ টুর্নামেন্টে বিভাগের মোট ৪টি জেলা থেকে সেরা দল বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশ গ্রহন করে। এর মধ্যে আজ বিভাগীয় পর্যায়ে ১ম স্থান নির্ধারনী খেলায় নুরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

