চট্টগ্রাম বোয়ালখালীতে অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কানুনগোপাড়া ও পৌর সদরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন ৯ নং আমুচিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সমীরণ চক্রবর্তী (৩২) ও যুগ্ম আহ্বায়ক বাবুল দে (৩২)। যুবলীগ নেতা সমীরণ আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কানুনগোপাড়ার সঞ্জীব চক্রবর্তীর ছেলে এবং বাবুল দে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রদীপ দে’র ছেলে।
অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় এই দুইজনকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে। আজ রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

