AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজারহাটে আগুনে পুরে বাড়িসহ এক শিশুর মৃত্যু


Ekushey Sangbad
নয়ন দাশ, কুড়িগ্রাম
০৯:২৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

রাজারহাটে আগুনে পুরে বাড়িসহ এক শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ঘরে তালাবদ্ধ অবস্থায় আগুনে পুড়ে আইরিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও আগুনে বাড়ির ৪টি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। নিহত শিশু আইরিনের বাবার নাম আল আমিন।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বাড়ির মালিক আল আমিনের পরিবার শিশু আইরিনকে ঘরে তালাবদ্ধ রেখে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যায়। রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়িটির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা ৫ বছরের শিশু আইরিন আগুনে পুড়ে মৃত্যু বরণ করে।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির ৪টি ঘর ও একটি রান্না ঘর পড়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা শিশু আইরিন আগুনে পুড়ে মারা যায়। আইরিনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন জানান, শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!