বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার দিবাগত রাতে"অপারেশন ডেভিল হান্ট" অভিযান পরিচালনা করে ভোলাউক গ্রামের হাজী টুকু মিয়ার ছেলে ও বুড়িশ্বর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদ মিয়া (৬০), বুড়িশ্বর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আশুরাইল গ্রামের মৃত জমাধর আলীর ছেলে মো. রুহুল আমিন (৫৮) এবং হরিপুর ইউনিয়ন আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও হরিপুর গ্রামের মৃত মজু মিয়ার ছেলে মো. আউস মিয়া (৪৪)সহ বিভিন্ন স্তরের তিন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিরা ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা বিস্ফোরকসহ নাশকতা মামলার সন্দেহভাজন ও এজাহারনামীয় আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

