চট্টগ্রামে বোয়ালখালী পীর ছাহেব জনাব সৈয়দ কাজী আছাদ আলী (ক.) এই আউলিয়ার নাম করন করেন হযরত সৈয়দ ইউচুপ শাহ্ আরবী ( রাখা.) হাজী আছি মিঞা ও ওয়াজর রহমানকে এই আউলিয়ার রওজা নির্মাণ, সংরক্ষণ, খেদমত ও ওরশ শরীফ উদযাপন করার দায়িত্ব অর্পন করেন।
হযরত সৈয়দ ইউছুপ শাহ্ আরবী (রা.) বার্ষিক ওরশ শরীফ, খিতাপচর মাজার প্রাঙ্গণ আগামী ১লা ফাল্গুন ১৪ ফেব্রুয়ারী ২০২৫ইং শুক্রবার, হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে।
আয়োজন ও ব্যবস্থাপনায়: মাজার শরীফ, ওরশ শরীফ ও মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে উত্তরাধিকারী খেদমতগার খাদেম আলহাজ্ব জাফর আহমদ মাইজভাণ্ডারী। পরিচালনায় খাদেম কফিল উদ্দীন মাইজভাণ্ডারী। কর্মসূচী: ঈদে মিলাদুন্নবী (স.), মোনাজাত, রাত ১০টায় উন্মুক্ত তবরুক বিতরণ ও জিকরে সামা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :