AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘর নির্মান ও দোষীদের গ্রেফতারের দাবি কাফি’র


Ekushey Sangbad
চয়ন বিশ্বাস, জেলা প্রতিনিধি, পটুয়াখালী
০৪:২৩ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
ঘর নির্মান ও দোষীদের গ্রেফতারের দাবি কাফি’র

অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে জুলাই আন্দোলনের সমন্বয়কারী  ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বলেছেন, ৭ দিনের মধ্যে নতুন ঘর নির্মান এবং দোষীদের গ্রেফতার করা না হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়া হবে। এছাড়া আমি একাই আমার বাড়ির সামনে রাস্তায় দাড়াবো, আর আমি এখানে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা বারোটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের নিজ পোড়া ঘরের সামনে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

কাফি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, মানুষের জন্য কথা বলেছি। শেখ হাসিনা বলেছে ধানমন্ডি যারা পুড়িয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। ঠিক ধানমন্ডি ভাঙ্গার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হয়েছে। আমার বাবা এবং ভাই আমার জন্য দুইবার কেঁদেছে। যখন জুলাই আন্দোলনের সময় পালিয়েছিলাম তখন এবং আজ আমার ঘর পোড়ানোর জন্য কেঁদেছে, বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত বলে কেঁদে দেন কাফি।


এর আগে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কাফির বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে জানায় কাফির পিতা।

 
তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছে। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!