মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডে জেমস্ সমাজ কল্যান পরিষদের আয়োজনে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায় উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
সৈয়দ জামাল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংকার মো. সালাউদ্দিন। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র মো. আবু ইব্রাহিম জমসেদ।
নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেন ডায়মন্ড স্পোটিং ক্লাব রামপাশা বনাম সৈরভ স্পোটিং ক্লাব আলেপুর। খেলায় ট্রাইবেকারে সৈরভ স্পোটিং ক্লাব আলেপুর ৩-২ গোলে পরাজিত করে ডায়মন্ড স্পোটিং ক্লাব রামপাশাকে। টুর্নামেন্টে মোট ৩২টি দল নাম তালিকাভুক্ত করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :