AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৮:৪৬ পিএম, ২১ অক্টোবর, ২০২৫

মাদারগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সুস্বাস্থ্য ও সুষম খাদ্যাভ্যাস গঠনের লক্ষ্যে তিনদিনব্যাপী ‘ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কর্মশালার উদ্বোধন করা হয়।

বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা আলতাফ-উন-নাহার তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। কর্মশালার প্রথম দিনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন এবং বারটানের কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে সুষম খাবারের গুরুত্ব, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, মাছ, মাংস, ডিম ও দুধজাত পুষ্টি উপাদানসহ খাদ্য পুষ্টি ও ফলিত পুষ্টির মৌলিক ধারণা নিয়ে আলোচনা করা হয়।

তিনদিনব্যাপী এ কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিওকর্মী ও কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন অংশগ্রহণ করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!