AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জ  ফ্ল্যাট থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
খন্দকার সোহাগ, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
০২:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জ  ফ্ল্যাট থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে উৎপল রায় নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

তার দুই ছেলের মধ্যে এক ছেলে সেভ দ্যা চিল্ড্রেনের প্রকল্প পরিচালক। আরেক ছেলে প্রবাসে থাকেন।

নিহতের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, বন্দর এলাকার এক নারী তাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজার ভেতর থেকে লক করা দেখতে পান। পরে পাশের ফ্ল্যাটে লোকজনের সহযোগিতায় লক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন মেঝেতে তার বাবার গলাকাটা লাশ পড়ে আছে। এছাড়া আলমারি থেকে মৃত মায়ের রেখে যাওয়া প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ টাকা নিয়ে গেছে দূর্বৃত্তরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নাসিরউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে ।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!