AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সীমান্ত অভিমুখে লংমার্চ ও জেয়াফত

বিএসএফকে বিচারের আওতায় আনতে কূটনৈতিক তৎপরতার দাবি


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৫:২৮ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

বিএসএফকে বিচারের আওতায় আনতে কূটনৈতিক তৎপরতার দাবি

সীমান্তে বাংলাদেশিদের হত্যার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনতে কূটনৈতিক তৎপরতা চালানোর দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ভারতের সঙ্গে সব ‘অসম চুক্তি’ বাতিলের তাগিদ দেয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সীমান্ত অভিমুখে লংমার্চ ও সামাজিক জেয়াফত অনুষ্ঠান থেকে এ দাবি জানানো হয়। ‘বাংলাদেশের জনগণ’ নামে একটি সংগঠন এই লংমার্চের আয়োজন করে।

সীমান্ত হত্যার প্রতিবাদ ও সীমান্ত নদীতে পানি ন্যায্য হিস্যার দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত অভিমূখে লংমার্চ শুরু হয় শনিবার রাতে। বাসযোগে রোববার সকালে লংমার্চটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসে পৌঁছায়। পরে শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কিরণগঞ্জ সীমান্তে অভিমুখে লংমার্চ শুরু হয়। তবে কিছুদূর এগোনোর পর প্রশাসনের অনুরোধে পাইলিং মোড় এলাকায় গিয়ে লংমার্চ শেষ করা হয়। সামাজিক জেয়াফতের সেখানে গরু জবাই করা হয়।

বাংলাদেশের জনগণ’র মুখপাত্র আবু মুস্তাফিজ জানান, সীমান্তে হত্যা বন্ধ করতে হলে হত্যাকারী বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় হত্যাকাণ্ড চলতেই থাকবে।

ভারতের সঙ্গে হওয়া বিভিন্ন ‘অসম চুক্তি’ দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন লংমার্চে অংশ নেয়া নতুন গঠিত আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। তিনি বলেন, চুক্তির যৌক্তিকতা না থাকলে মানতে বাধ্য নয় বাংলাদেশ।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!