AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান


Ekushey Sangbad
চয়ন বিশ্বাস, জেলা প্রতিনিধি, পটুয়াখালী
০২:৪০ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এর কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরনের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালীর গনমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায়   পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, গনঅধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের  বিভিন্ন উপজেলা শাখার সহকর্মীবৃন্দ। 

জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম পটুয়াখালীর সভাপতি  কাজল বরণ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, গণ-অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহআলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাতুল কবির, গলাচিপা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ। 

বক্তারা আগামী ৩ দিনের মধ্যে হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সকল সংবাদ বর্জন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানব বন্ধন শেষে জেলাপ্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য,  গত মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে মিরন ঢাকা থেকে কুয়াকাটা ফিলিং স্টেশনের সামনে এসে পৌছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!