নারায়ণগঞ্জ আড়াইহাজারে অবৈধ ইট ভাটা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন করেছে “ আমরা নারায়নগঞ্জের সন্তান” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন শিলমান্দী এলাকায় এ এম বি ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে এ মানববন্ধন কর্ম সূচী পালন করে তারা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় মানববন্ধন কার্যক্রম শুরু হয়, এতে বক্তারা বলেন, আড়াইহাজার মদনপুর মহাসড়কের পাশে শিলমান্দি গ্রামে তিন ফসলি জমির মাঝখানে চলতি বছরের অক্টোবর মাসে চালু করে এ. এম. বি. ব্রিকস নামের অবৈধ ইট ভাটা। যদিও নিষেধাজ্ঞা রয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করা আইনত নিষিদ্ধ অথচ ১০০ মিটারের মধ্যে ২টি সরকারি প্রাইমারি স্কুল এবং ১ টি উচ্চ বিদ্যালয় রয়েছে।
এ ব্যাপারে সদ্য দায়িত্বপ্রাপ্ত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে মানববন্ধন পূর্বে এই অবৈধ ইট ভাটা বন্ধের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক এই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
সংগঠনের আহ্বায়ক মোঃ মোক্তার হোসাইন আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র আইনজীবী রফিক আহমেদ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট আলম খান, আইনজীবী সমিতির কার্যকরী সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ওমর ফারুক ভূঁইয়া, এছাড়া আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :