"সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার" এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি)সকাল ১১ টায় নান্দাইল উপজেলা প্রশাসন,উপজেলা গণপাঠাগার ও বইপড়া আন্দোলন নান্দাইলের আয়োজনে গ্রন্থাগার দিবস পালিত হয়।
উপজেলা গনপাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল বই পড়া আন্দোলনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ও যুগ্ম সম্পাদক আবুল হাসেম।
পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সদরে এক র্যালী অনুষ্ঠিত হয়।র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৫টি পাঠাগার থেকে নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের ব্যানারসহ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ////র.ন
 
    
 
                        

 
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
