পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা বারোটায় কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মানববন্ধনে মিলিত হয়।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করলে আরো কঠোর কর্মসূচী গ্রহনের হুশিয়ারী দেন।
উল্লেখ্য, বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক মিরন ঢাকা থেকে গতকাল রাত সাড়ে বারোটার দিকে কুয়াকাটা ফিলিং স্টেশনের সামনে এসে পৌছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বর্তমানে সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :