AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদমদীঘিতে সাবেক সাংসদ খোকার দাফন সম্পন্ন


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৫:১৭ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫

আদমদীঘিতে সাবেক সাংসদ খোকার দাফন সম্পন্ন

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার বাবা মা’র কবরের পাশে তাকে দাফন করা হয়। 

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় দুপচাঁচিয়া, বেলা সাড়ে ১০ টায় উপজেলা সদরের রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠ, বেলা ১১ টায় সান্তাহার বিপি হাইস্কুলে মাঠ এবং সর্ব শেষ বাদ জোহর নিজ গ্রাম কালাইকুড়ীতে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। 

এসময় তার জানাজায় এলাকার হাজার হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন এবং প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য মানুষের ঢল নামে। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মরহুম আবদুল মজিদ তালুকদারের ছেলে। বাবার মৃত্যুর পর মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে পর পর দুই সংসদ-সদস্য নির্বাচিত হন। 

তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!