AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান


Ekushey Sangbad
মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ
০১:১৯ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৫
মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের এ অনুষ্ঠানের আয়োজনে করে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে  যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মন্ডল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরঞ্জন পাল, উপদেষ্টা সদস্য সাফায়েত হোসেন ঢালী, দাতা সদস্য মনিরুজ্জামান মামুন, দাতা সদস্য নবিন রায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি হারুন অর রসিদ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন এবং তিনি পাশে থাকার আশা ব্যক্ত করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোশাররফ হোসেন বলেন, ‘আমরা গোপালগঞ্জ জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও মাদকবিরোধী কর্মকাণ্ড করে আসছি। ভবিষ্যতে মানুষের জন্য কিছু করতে চাই।’ সাধারণ সম্পাদক জনাব সেলিম শেখ বলেন, ‘আমাদের দায় থেকে কছু করা উচিৎ। আমাদের স্বল্প সঞ্চয় দিয়ে সুষ্ঠু পরিকল্পনার রসায়নে সমাজ বিনির্মাণ করতে চাই।’ 

মুকসুদপুর উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম হয়েছে তাদেরকে ৮ হাজার, দ্বিতীয়দের ৬ হাজার, তৃতীয়দের ৫ হাজার ও অন্যান্যদের মাঝে সর্বনিম্ন ৩ হাজার টাকা ও প্রত্যেকের মাঝে মেধা স্মারক প্রদান করা হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!