AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউএনও‍‍`র সাথে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময়


ইউএনও‍‍`র সাথে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময়

মূলধারার গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন "রাঙ্গুনিয়া প্রেস ক্লাব" এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদুল হাসান। এই সময় তিনি বলেন, "সাংবাদিকরা হলেন জাতির দর্পন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের নিউজ অনেক সময় বিজ্ঞ আদালত বিবেচনা করেন, রায়ের জন্য সহায়ক হয়। সাংবাদিকদের মাধ্যমে সরকারি দপ্তরের সেবা, সমাজ সচেতনতামূলক কার্যক্রম দেশবাসী ও এলাকার মানুষ জানতে পারে। আপনাদের দায়িত্বশীল ও পেশাদারি সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত চিত্র উঠে আসুক। আমাদের সমাজে যে জায়গাগুলোতে সংশোধন বা পদক্ষেপ প্রয়োজন,সেটা আমার পদক্ষেপ নেব। ভবিষ্যতে আমরা যে বাংলাদেশ দেখতে চাই, সে পথে এগিয়ে যাবে।


সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সদস্য মুবিন বিন সোলাইমান, আশেক এলাহী, ইসমাইল হোসেন নয়ন, জাহেদ হাসান তালুকদার, মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার ও দেলোয়ার হোসেন।

 

একুশে সংবাদ////র.ন

Shwapno
Link copied!