AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে বসত বাড়িতে হামলার অভিযোগ


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০৩:৪৫ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫

সদরপুরে বসত বাড়িতে হামলার অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নে সতের রশি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে বসত বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উক্ত ইউনিয়নে মমতাজ আক্তারের বাড়িতে এ হামালার ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, কালাম মল্লিক (৫৫) জেয়াসমিন আক্তার (৪৫) জিসাত মল্লিক (১৯) ও নিসাত  মল্লিক (১৫) পূর্ব থেকে যে কোন তুচ্ছ ঘটনা নিয়ে ঝামেলা সৃষ্টি করার পায়তারা করে। তারা বিভিন্ন সময় আমার পরিবারের সদস্যকে উদেস্য করে হুমকি ধামকি প্রদান করে। 

গতকাল সোমবার সকালে পূর্ব পরিকল্পতি ভাবে দেশীয় অস্ত্র রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে আমার বসত বাড়িতে ও আমার পরিবারের উপর হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। পরে হামলা থেকে বাচার জন্য আত্মচিৎকার করলে প্রতিবেশী লোকজন এসে আমাদের হামলার হাত থেকে রক্ষ করে। 

ভূক্ত পরিবার অভিযোগে ভূক্তভূগী পরিবার আরো জানান, জিসাত ও নিসাত মল্লিক এলাকায় বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যকলাব করে বেড়ায়। এবিষয়ে ভূক্তভূগী মমতাজ আক্তার সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এবিষয়ে সদরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মোতালেব এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!