কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের কালিয়াকৈর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ জানুয়ারি) সকালে কালিয়াকৈর হবুয়ার চালা কম্প্যাশন প্রজেক্ট কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের ৬৩ সদস্য বিশিষ্ট এই কমিটির পরিচিতি সভা হয়।
কালিয়াকৈর ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের সভাপতি আশীষ বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা বিএনপি`র সভাপতি ও কালিয়াকৈর ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর উন্নয়ন সংঘে উপদেষ্টা ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও কালিয়াকৈর ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের উপদেষ্টা আলহাজ্ব ভিপি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর ক্ষুদ্র নৃ- জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের উপদেষ্টা রেভাঃ ফাদার পিটার বর্মন, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, কালিয়াকৈর ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইমন বর্মন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কালিয়াকৈর ক্ষুদ্র নৃ- জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের উপদেষ্টা সদস্য সুশিল বর্মন, কালিয়াকৈর ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের সাংগঠনিক সম্পাদক পৌল বর্মন, কালিয়াকৈর ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন বর্মন, কালিয়াকৈর ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের কোষাধক্ষ্য দানিয়েল বর্মন (মাস্টার), কালিয়াকৈর ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের কার্যকরী সদস্য ডি কন জয়দেব বর্মন, কালিয়াকৈর ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের দপ্তর সম্পাদক রিচাড সাধন খ্রিষ্টদাসসহ কালিয়াকৈর ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর উন্নয়ন সংঘের সকল সদস্য বৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

