শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাসের মোস্তাকিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) ভোর রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশু মোস্তাকিম পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের রংপুরিয়াবস্তির আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটির মা বাবলি আক্তার কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। তার স্বামী অন্যত্র বিয়ে করলে বাবলির জায়গা হয় বাবার বাড়ির এলাকা পঞ্চগড় সদর উপজেলার মাগুরা প্রধানপাড়া স্কুলের মাঠে। সেখানে একটি ঝুপড়ি ঘর তুলে সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন পাড় করতেন তিনি। প্রচন্ড শীতে গত শুক্রবার (৩ জানুয়ারি) তার ছেলে স্বর্দি, জর, কাঁশি ও ডায়েরিয়ায় আক্রান্ত হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এদিকে শিশুটি বাড়িতে নিয়ে দাফন করারও পয়সা ছিলো না। হাসপাতালের অন্যান্য রোগীর স্বজন ও স্থানীয়রা টাকা পয়সা তুলে শিশুটিকে বাড়িতে নিয়ে দাফন করার ব্যবস্থা করে দেয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি শুধু ডায়েরিয়া নয় শীতজনিত স্বর্দি, কাঁশি ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

