কুষ্টিয়ার মিরপুরে মালবাহী ট্রেনের ধক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার ( ৫ জানুয়ারি) সকালে মিরপুর বাজারে জিকে ক্যানালের উপর নির্মিত রেলওয়ে ব্রীজের উপর এ দুর্ঘটনায় ঘটে। নিহত আসাদুজ্জামান পোড়াদহ ইউনিয়নের আইল চার হাজী পাড়া এলাকার বাসিন্দা।
এ বিষয়ে পোড়াদহ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম বলেন, রবিবার সকাল এগারোটা দিকে রাজশাহী থেকে খুলনাগামী একটি মালবাহী যাচ্ছিল,এসময় আসাদুজ্জামান লিটন নামে এক ব্যক্তি রেললাইন লাইন পারাপারের সময় সামনে থেকে মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লেগে সাইডে পড়ে শিলি পাটের উপর পড়ে যায়। এতে সে তার গুরুতর আহত হয়। স্থানীয়দের সহয়তায় মিরপুর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পরিবারের কাছে জিআরপি থানা লাশ হস্তান্তর করেন।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

