AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে উদীচী’র দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৭:৩৩ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে উদীচী’র দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত

‘আমরা লড়ছি সমতার মন্ত্রে, থামবনা কখনোই শত ষঢ়যন্ত্রে’ স্লোগানে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী’র  চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের দশম সম্মেলন-২০২৫অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে বিদায়ী সভাপতি এডভোকেট এবিএম সাইদুল ইসলাম পূণরায় সভাপতি ও গোলাম মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এছাড়া ২০২৫-২৬ ইং দ্বি-বার্ষিক মেয়াদে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) সকালে শহরের শিল্পকলা মার্কেটে অবস্থিত উদীচী জেলা কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান পথগুলো ঘুরে শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আব্দুস সালাম। শুরু হয় আলোচনা সভা। উদীচী জেলা সংসদ সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহমেদ সোহাগ। 

বক্তব্য দেন জেলা সংসদ সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক আমীরুল মোমেনীন জীবন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফাুরক মিথুন, গোলাম মওলা,সেলিনা বানু, সাদিকুল ইসলাম প্রমুখ। বক্তরা দেশের সমসাময়িক সাংস্কৃতিক অবস্থা  তুলে ধরেন। তাঁরা বলেন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে উদীচী দৃঢ়ভাবে তার অবস্থান ধরে রাখবে। বাঙ্গালী সংস্কৃতি চর্চা করে যাবে। পূর্বেও বহুবার উদীচীকে  দমিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। উদীচীর উপর সহিংস হামলা করেছে প্রতিক্রিয়াশীলরা। কিন্তু উদীচীকে থামানো সম্ভব হয় নি। ভবিষ্যতেও তারা সফল হবে না। বিকালে দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!