বগুড়ার আদমদীঘিতে ১৫ দিন ধরে নিখোঁজ যুবক রাকিবকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা-মা ও তার বড় ভাই। মঙ্গলবার সকালে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে তার মা ফরিদা বেগম।
আঠারো বছর বয়সী রাকিবকে না পেয়ে কাঁদছে পুরো পরিবার। কান্না থামিয়ে একটু থিতু হয়ে তার মা ফরিদা বেগম বলেন, গত ১৬ ডিসেম্বর বেলা ১২ টার দিকে উপজেলার কদমা গ্রামের নিজ বাড়ি থেকে রাকিব বেড়িয়ে যায়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। এজন্য তাকে প্রতিনিয়ত ঘরে রেখেই দেখাশোনা করা হতো। সে হারিয়ে যাওয়ার পর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। নিরূপায় হয়ে থানায় একটি ডায়েরি করা হয়েছে। তাকে ফিরে পেতে প্রশাসনের সহায়তা চান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, মানসিক ভারসাম্যহীন রাকিব নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তার সন্ধান পেতে চেষ্টা চালানো হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

