চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ মহাসড়কে প্রাণ হারালেন এক ভ্যান চালক। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনামসজিদ মহাসড়কের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর গ্রামের মো. বুদ্ধু মিয়ার ছেলে আরিফ (৪০)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সোনামসজিদ এলাকা থেকে পণ্য কিনে ভ্যানে করে নিয়ে বাড়ি ফিরছিলেন আরিফ। এ সময় ভ্যানের চাকার একটি নাট খুলে চাকা নষ্ট হয়ে ভেঙ্গে গেলে চলতি রাস্তায় ট্রাকের নিচে পড়ে মারা যান আরিফ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানে করে পেঁয়াজ ক্রয় করে দুপুরে সোনামসজিদের দিক থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ভ্যান চালক আরিফ। এ সময় ভ্যানের ধুরি ভেঙ্গে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি খালি চলন্ত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ ঘটনায় কিউকে আটক করা না যাওয়ায় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি জাকারিয়া।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :