কালীগঞ্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন ব্যাপক উৎসাহ উদ্ধিপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে। ২৫ ডিসেম্বর যীশু খ্রিষ্টের জন্ম দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায় শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকে। কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ও নাগরী ইউনিয়নে খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস। বড় দিন উপলক্ষে খ্রিষ্টান পল্লীতে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। বর্ণিল সাজে সেজেছে খ্রিষ্টান বাড়িগুলো। বড়দিনের তারা জ্বলছে খ্রিষ্টান পল্লীর বাড়িতে বাড়িতে।
রাঙ্গামাটিয়া গির্জার সেক্রেটারী সুমন্ত পালমা বলেন, রাঙ্গামাটিয়া ছাড়াও কালীগঞ্জে নাগরী চার্চ, তুমলিয়া গির্জা, মঠবাড়ী গির্জা ও দড়িপাড়া গির্জা পূর্ণাঙ্গ ধর্মপল্লী এবং চরেরখোলা গির্জা ও বাসানিয়া গির্জা উপ-ধর্মপল্লী রয়েছে। এখানে সকল ধর্মের মানুষ সামাজিক সম্প্রতি বজায় রেখে সহাবস্থান করে থাকে। গির্জাগুলিতে নিয়মিত প্রার্থনা হয়ে থাকে।
রাঙ্গামাটিয়া গির্জার প্রধান পুরোহিত ফাদার আলবেন গমেজ প্রতিবেদককে জানান, যীশু খৃীষ্ট আমাদের মাঝে শান্তির দূত হিসেবে এদিনেই বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্ম গ্রহণ করেছিলেন। মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ ও অনাচার থেকে মুক্তি দিতে। বড় দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালন করা হবে। বড় দিনে দেশবাসীর জন্য মঙ্গল ও শান্তি কামনা করে গির্জাগুলিতে প্রার্থনা করা হবে।
আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, খৃীষ্টান সম্প্রদায় যাতে জাকজমকপূর্ণভাবে শুভ বড় দিনের অনুষ্ঠান পালন করতে পারে এসপি স্যারের নির্দেশনায় সে ব্যাপারে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

