নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসুস্থ রোগী কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলার আকবরপুর ইউনিয়নের মধইল বাজারে মোবাইল মেডিক্যাল ক্যাম্পে বয়স্ক, মা ও শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় রোগীরদের চিকিৎসা সেবা প্রদান করেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ।
এছাড়া পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ইউনিটের চিকিৎসক গণ উপস্থিত ও ডাঃ শামীম হাসনাত চৌধুরী চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত মেডিক্যাল ক্যাম্প টি সার্বিক পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ডিআইবি প্রকল্পে মোবাইল মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। উপজেলার ঘনবসতি ইউনিয় নির্ধারন করে এক দিন করে এই সেবা প্রদান করা হবে।
কোমরের ব্যথা ও অন্যান্য সমস্যা নিয়ে উপজেলার হাজিরা পুকুর থেকে আসা আজিন্র তর্কি ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ হাতে পেয়ে খুশি। তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজক এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের নওগাঁ অঞ্চলের ব্যবস্থাপক রিন্টু মার্ডি বলেন, আমরা সারা বছর পিছিয়েপড়া আদিবাসীদের জীবন মান উন্নয়নে জন্য কাজ করে থাকি। সমাজের অবহেলিত পরিবারকে চিকিৎসা, সাহায্য সহায়তা, অবহেলিত বাচ্চাদের স্কুলমুখী করা, স্বাস্থ্য সচেতন, এবং সেনেটারী, পরিবেশবান্ধব টয়লেট, শিশু শ্রম বন্ধ সহ বিভিন্ন সামাজিক কাজের ক্যাম্পেইন আমাদের সংস্থার পক্ষ থেকে পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, এ ধরণের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আঞ্চলিক পরিদর্শক মাথিয়াস হেমরম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
