গত রবিবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মোবারক হোসেন (৩০) ও বিল্লাল মিয়া নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ বারী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় আমরা গুরুত্ব সহ অভিযান চালিয়ে দুই জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

