সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের সোনার চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৪৮ এর সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চ.দা.) বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, বিমানের সিটের নিচে পলিথিনে মোড়ানো স্বর্ণের একটি চালান জব্দ করা হয়েছে। এর মধ্যে ১৮পিস চুড়ি ও তিন পিস চেইন, যার মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।
এ ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।
এর আগে ৪ ডিসেম্বর দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন ছিল এক কেজি ২৮৩ গ্রাম এবং বাজারমূল্য ছিল আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

