বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বগুড়া জেলা বেবী ট্যাক্সী অটো টেম্পু ও সি,এন,জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকের মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বেলা ১২ টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অত্র সংগঠনের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মৃত্যু ফান্ডের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ আলী, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুল হান্নান, ফরহাদ হোসেন, ওহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বাবু, জুয়েল হোসেন, শাহিন হোসেন, হাসান আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রমিক সংগঠনের মৃত্যু সিএনজি চালক ফারুক হোসেনের স্ত্রী হাতে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু।
একুশে সংবাদ/বিএইচ