AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে দুস্থ শিতার্ত মানুষদের জন্য আশা‍‍`র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০১:৪৩ পিএম, ১ ডিসেম্বর, ২০২৪

পিরোজপুরে দুস্থ শিতার্ত মানুষদের জন্য আশা‍‍`র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

পিরোজপুরে দুস্থ শিতার্ত মানুষদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা‍‍`রপক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আশা এর পক্ষ থেকে কম্বল হস্তান্তর করেন আশা‍‍`র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল। 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর জেলা ব্যবস্থাপক মো: আলাউদ্দিন। 

এ সময় আশা‍‍`র জেলা পর্যায়ে কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দুস্থ ও শীতার্ত ৪৪৫ জন মানুষদের মধ্যে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করা হয়। 

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা‍‍`র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল বলেন, আশা ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করে আসছে। প্রতিবছর ৬৪ জেলার সীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আশা। এরই ধারাবাহিকত এ বছরে দেশের জেলায় দোস্ত শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রত্যেক জেলায় জেলা প্রশাসক মহোদয় এর কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। আমাদের এই উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!