চুয়াডাঙ্গার জীবননগরে অননুমোদিত,নিম্নমানের, ভেজাল মেয়াদ উত্তীর্ণ ও ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ী কে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সোমবার(২৫ নভেম্বর) দুপুর থেকে জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার হাসাদহ সড়কে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত করে।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, অভিযানে জীবননগর বিজিবি ক্যাম্পের সামনে মেসার্স নিশান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে পুর্বে সতর্ক করা সত্ত্বেও আজ তদারকিতে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ,মেয়াদ মুল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অনুমোদন বিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময় ভেজাল সকল পণ্য জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। উপস্থিত ব্যবসায়ীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মো. মুশফিকুর রহিম, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।
এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

