ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুবেল মিয়াকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান এর দিক নির্দেশনায় থানার এ.এস.আই নজরুল ইসলাম, সোহেল রানা ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা মুলে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
সে উপজেলার বিষকা ইউনিয়নের আমছোলা গ্রামের আফতাব উদ্দিনের পুত্র।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান জানান, ধৃত সাজাপ্রাপ্ত আসামি রুবেল মিয়াকে বুধবার (২০ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

