নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় রাস্তায় গ্যাসের মেইন লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন সাতজন শ্রমিক।সোমবার রাত ১১:৩০ টার দিকে কাঁচপুরের লাভলী সিনেমা হলের পাশে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮), মো. শাহজালাল।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রুবেল নামে এক ব্যক্তি জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

