রাজবাড়ীর বালিয়াকান্দির চামটা ১১ পল্লী সার্বজনীন কাত্যিয়ানি পূজা মন্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রবিবার (১০ নভেম্বর) সকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক যুবকের নাম হুমায়ুন (৪০), যিনি যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের বাসিন্দা এবং লোকমানের ছেলে।
পূজা কমিটির সভাপতি অসিত কুমার রায় জানান, শনিবার রাতে আনুমানিক ২টার দিকে পাহারায় থাকা ব্যক্তিদের চোখ ফাঁকি দিয়ে ওই যুবক কার্তিকের প্রতিমার মাথা ভেঙে ফেলে। মণ্ডপের স্বেচ্ছাসেবক ও সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে আটক করেন এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, "আমাদের পূজা মণ্ডপে সাধারণত প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে না, কারণ প্রতিটি প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আজ মহানবমী উপলক্ষে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, কিন্তু এখন কিভাবে পূজা করব তা নিয়ে আমরা চিন্তিত।"
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, আটক যুবক হুমায়ুন মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাকে মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিরা আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি প্রতিমার মাথা ভেঙে মন্দিরের ভেতরে সাদা ধুতি কাপড়ে জড়িয়ে বসেছিলেন। মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

