AB Bank
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিস্ফোরক মামলায় দুই আওয়ামী লীগ নেতা কারাগারে


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৪:০৮ পিএম, ৩ নভেম্বর, ২০২৪
বিস্ফোরক মামলায় দুই আওয়ামী লীগ নেতা কারাগারে

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় বিস্ফোরক ও চাঁদাবাজি আইনে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট ঈশিকা শবনমের আদালতে ওই দুই জন উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন। তবে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রয়েল বিশ্বাস।


চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২০ অক্টোবর নাচোল থানায় মামলাটি দায়ের করেন ফতেপুর ইউনিয়নেট মারকৈল গ্রামের এস্তাব আলী। মামলায় মোট ২৬জন আওয়ামী লীগ নেতার নাম রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে সকাল ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামে আব্দুল কুদ্দুসের আমবাগানে বাদীর কাছে আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্যান্য আসামিরা ককটেল বিষ্ফোরন ঘটিয়ে  আতংক সৃষ্টি করে। এসময় আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম করে এবং আম বাগানেরও ক্ষতি সাধন করে।

চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন আব্দুল কাদের ও রয়েল বিশ্বাস নামে দুই আওয়ামী লীগ নেতা। বিচারক তাদের জামনি নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!