বরগুনার আমতলীতে ডিস ব্যবসায়ীর কর্মচারীকে বেঁধে মারধোরের কারন জানতে চাওয়ায় বর্তমান ইউপি সদস্য ও তার ভগিনাকে মারধোর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে উপজেলার আমড়াগাছিয়া বাজারের ডিসের ব্যবসায়ী সুমন মিয়ার কর্মচারী জুয়েল (২০)কে মঙ্গলবার রাতে বাজারের ব্যবসায়ী রহিম মোল্লা তার দোকানের মধ্যে বেধে মারধোর করে ডিসের তার চুরির বিষয় স্বিকারোক্তি আদায় করার চেষ্টা করেন। এ খবর পেয়ে স্থানীয় চুন্নু মিয়া রহিম মোল্লার দোকানে গিয়ে জুয়েলকে ছাড়িয়ে নিয়ে যায়।
ডিস ব্যবসায়ী সুমন মিয়ার শশুর কুকুয়া ইউপি সদস্য মো. জালাল উদ্দিন ও তার ভাগিনা মো. সামসুল হক বিষয়টি জানার জন্য বুধবার সকালে রহিম মোল্লার দোকানে গেলে রহিম মোল্লা (৪৫) তার স্ত্রী সালেহা (৪০) ছেলে শান্ত (৩০) রহিম মোল্লার শ্যালক খবির, রিপন ইউপি সদস্য জালাল উদ্দিন তার ভাগিনা সামসুল হক ছেলে ওমরকে অপর ভাগিনা সুজনকে মারধোর করে আহত করেন। আহতদের মধ্যে ইউপি সদস্য জালাল উদ্দিনের চোখে হাতে পায়ে বেদড়ক পিঠানোর চিন্থ রয়েছে । ইউপি সদস্য জালাল উদ্দিনের ভাগিনা সামসুল হককে বেঁেধ শরীরের বিভিন্ন স্থান পিটেয়ে আহত করেন।
এবিষয় অভিযুক্ত রহিম মোল্লা তার বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করে বলেন , ইউপি সদস্য জালাল উদ্দিন ও তার ভাগিনা সামসুল হক তাকে ও তার স্ত্রী সালেহা ছেলে শান্তকে মারধোর করেছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম মুঠোফোনে বলেন আহতদের চিকিৎসা সেবার দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :