আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ৩০০ আসনেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
গণঅধিকারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, গণঅধিকার পরিষদ কারও ওপর ভর করে দু-চারটা আসনের রাজনীতি করে না। গণঅধিকার পরিষদ দলীয় মার্কা নিয়ে আগামীতে ৩০০ আসনে নির্বাচন করবে।
নাম উল্লেখ না করে এ সময় কয়েকটি দলের উদ্দেশে নুর বলেন, কোনো কোনো দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতাকর্মীদের ওপর হামলা করছে। দলীয় কাজে বাধা দিচ্ছে। তাদের বলব, শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নিন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আপনারা এসব করতে থাকলে আপনারাও নিষিদ্ধ হবেন।
রাজনীতিকদের উদ্দেশে তিনি আরও বলেন, গত ১৫ বছর শেখ হাসিনা যেভাবে স্বৈরাচার হয়ে ফ্যাসিবাদ কায়েম করেছেন, সে ধরনের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। মানুষ এখন পরিবর্তন চায়। মানুষ আর প্রথাগত রাজনীতির পথে হাঁটতে চায় না। তাই আমাদেরও বদলাতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে নুর বলেন, সরকার ব্যর্থ হলে দেশে বিপর্যয় সৃষ্টি হবে। তাই আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। কিন্তু এ ধরনের সরকারের সফল হওয়ার সম্ভাবনা কম। তাই রাষ্ট্র সংস্কার ও সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার দরকার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :