ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত পালানোর চেষ্টাকালে সুজন কান্তি দে (৪৪) নামে আলোচিত এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ সুজন কান্তি দেকে আটক করে। তিনি এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার। সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দের ছেলে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ জানান, বিকেলে সুজন কান্তি দে ভারত গমনের জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তাঁর বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে। আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের পরিপ্রেক্ষিতে তাঁর বহির্গমন রোধ করে আটক করা হয় বলে জানান তিনি। পরে তাঁকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হাসিম আটকের নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়ার মার্ধ্যমে তাকে চট্রগ্রামের আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

