গোপালগঞ্জে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জিকরুল মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের ৩ জন। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিকরুল (২০ অক্টোবর) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের সামাদ মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই এ কে এম হাসানুজ্জামান জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি প্রাইভেটকার চর পাথালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ভ্যানচালক জিকরুল ও প্রাইভেটকারের ৩ যাত্রী আহত হয়।
আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জিকরুলকে মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে জিকরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে তবে পালিয়েছে চালক।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

