মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য সহকারী মো: জাবেদুল আলম কে সভাপতি ও মোঃ আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: মুজিবুর রহমান, সীমা রানী দাস, সহ-সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাস, দীপঙ্কর যাদব, সাংগঠনিক সম্পাদক মোঃ এবাদুর রহমান, কোষাধ্যক্ষ বিকাশ রুদ্র পাল, দপ্তর সম্পাদক তাপস চন্দ্র দাস, প্রচার সম্পাদক মিন্টু দেবনাথ, সদস্য ফারহান ফেরদৌসী, পান্না বিশ্বাস, অনুরুদ্র পাল।
জুড়ী উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি মোঃ জাহেদুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান বলেন, আমাদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে দেশব্যাপী আন্দোলন চলছে। আমাদের স্বাস্থ্য সহকারীদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে পূরণের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :