বাগেরহাটের মোরেলগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী হিসেবে যোগদান করেছেন মোঃ নাজমুল ইসলাম।মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নবাগত এ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা।
নবাগত ইউএনও নাজমুল ইসলাম সাতক্ষীরা জেলার কৃতি সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে ২০১৭ সালে বিসিএস ৩৫ তম ব্যাচের প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজ দপ্তরে যোগদান শেষে তিনি বিকেল ৩ টায় উপজেলার সব সরকারি কর্মকর্তা, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

