নিখোঁজের ১০ দিন পরে বাগেরহাটের শরণখোলায় মোঃ সিদ্দিক হাওলাদার (৪৪) নামের এক দিন মজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে উপজেলার খোন্তাাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোঃ সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালি গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম ফকির জানান, গত সিদ্দিক ৩০ সেপ্টেম্বর রাতে সুলতান ফকির নামে এক ব্যক্তি ফোন করে ডেকে নেয় এরপর সে থেকে নিখোজ ছিলেন। পরের দিন ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজিজ বলেন, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন থানায় ফোন করে মাছ ধরার সময় জেলেরা একটি অর্ধগলিত লাশ খুটির সাথে বাধা অবস্থায় দেখতে পেলে থানায় ফোন করে জানায়। পরে, শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হয়ত তাকে মেরে ঘেরে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/ এস কে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
