AB Bank
ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় পূজা মণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি মোতায়েন


ভাঙ্গুড়ায় পূজা মণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি মোতায়েন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপন উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৩৪ জন আনসার-ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ভাঙ্গুড়া থানায় উপজেলার ২০টি পূজা মণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ২০টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন পিসি, ২০ জন এপিসি, ৬৭ জন পুরুষ ও ৪০ জন মহিলা আনসার-ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল বলেন, আনসার ও ভিডিপির সদস্যরা তাঁদের দায়িত্ব পালনকালে জনগণের সার্বিক নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং জরুরি সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করবেন। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পূজার আগে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। ইতোমধ্যে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মোতায়েন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে শারদীয় দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন করতে পারব।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!