চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকার সাবেক এমপি আব্দুল ওদুদের পার্কের পেছনে একটি আম বাগানে অভিযান চালিয়ে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার দুপুর ১২টার দিকে বিস্ফোরক বিশেষজ্ঞের উপস্থিতিতে একটি প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত ওই ককটেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ককটেল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটেলিয়ন আজ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
বিজিবি অধিনায়ক মনির-উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাবেক এমপি আব্দুল ওদুদের পার্কের পেছনে একটি আম বাগানে অভিযান চালিয়ে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে