প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের বেতন ৯ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
বুধবার বিকালে শহরের পূর্ব চৌরাস্তায় প্রাথমিক শিক্ষকদের বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পীরগঞ্জ প্রাথমিক শিক্ষকদের বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ কমিটির আহবায়ক দক্ষিন কাচন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক পাভেল, যুগ্ন আহবায়ক মডেণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজা, ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদ আলী, আকাশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারি, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দারুজ্জামান, সেনগুপাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আসাদুজ্জামান উজল নুরনবী চঞ্চল, সহকারী শিক্ষক কায়সার, সহকারী শিক্ষক রিতা রানী, সহকারী শিক্ষক আশা রানী প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :