শেরপুরের পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলির নির্দেশনা জারি করা হয়েছে। (১৮) সেপ্টেম্বর,বুধবার রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের সই করা প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে কর্মকর্তাদের। আজ ১৯সেপটেম্বর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশে, নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া, ঝিনাইগাতী থানার ওসি বশির আহামেদ বাদল, শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী ও নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল আলম ভূইয়াকে সিআইডি পুলিশে বদলি করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

