AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাইভেট কারে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৩:৩০ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
প্রাইভেট কারে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।

গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পৌর এলাকার কাঠের পুল নামক স্থানে এ অভিযান চা‌লি‌য়ে তাদের আটক করা হয় হয়।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খটশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই জেলার হরিপুর থানার মহেন্দ্রগাও গ্রামের এস্তাব আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫) ও দিনাজপুরের খানসামা থানার ভেরভেড়ী গ্রামের মোখসেদ আলীর ছেলে মো. শাহানুর ইসলাম (২৪)।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে পাচারকালে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ওই ৩জন মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল কেনাবেচা করে যাচ্ছিলেন। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!