ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্র শ্রী জয়ন্ত কুমার সিংহের (১৫) মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারত।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে জয়ন্তর মরদেহ হস্তান্তর করে।
পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের উপস্থিতিতে মরদেহটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩-এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিংগাপাড়ায় বিএসএফ বাহিনী গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।
এ বিষয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে আমরা তার পরিবারকে লাশ বুঝিয়ে দিই।’
এর আগে, গত ১ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হয় ১৩ বছর বয়সী কিশোরী স্বর্ণা রানী দাশ। তার বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।
সপ্তাহখানেকের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য কর্তৃক কিশোর-কিশোরীর হত্যাকাণ্ডে ফুঁসছে বাংলাদেশ। পৃথক দুই ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে ভারতীয় দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

